সর্বশেষ সংবাদ :

কবিরাজি চিকিৎসায় বাধা দেয়ায় নারীর আত্মহত্যা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কবিরাজি চিকিৎসা নিতে বাধা দেয়ায় মনিরা খাতুন (২০) নামে গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এর আগে শনিবার রাতে তিনি নিজ ঘরে বিষপান করেন। নিহত মনিরা খাতুন উপজেলার কেচোয়াকোড়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মনিরা খাতুনের পেটে পরপর দুবার বাচ্চা এলেও অজ্ঞাত কারণে গর্ভপাত হয়ে যায়। এনিয়ে বিভিন্ন রকম চিকিৎসা করিয়েও ভাল ফল হচ্ছিল না। তাই মনিরা খাতুন এবার কবিরাজি চিকিৎসা নিতে চাচ্ছিলেন। কিন্তু তার স্বামী ও শ্বাশুড়ি তা না মেনে ডাক্তারি চিকিৎসা নিতে হবে বলে জানান।
এ বিষয় নিয়ে শনিবার তাদের মধ্যে ঝগড়াঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। রাতে মনের ক্ষোভে মনিরা নিজ ঘরে বিষপান করেন। এ সময় তার গোঙানীর শব্দে বুঝতে পেরে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ