সর্বশেষ সংবাদ :

ইংলিশ ফুটবলে বাজে আচরণের জন্য কঠোর শাস্তির বিধান

স্পোর্টস ডেস্ক: নতুন মৌসুমে ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতাগুলোতে ম্যাচ চলাকালীন বাজে আচরণ করলে কঠোর শাস্তি পেতে হবে খেলোয়াড় ও কোচদের। এজন্য নতুন আচরণবিধি প্রণয়ন করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
নতুন নিয়মগুলো ২০২৩-২৪ মৌসুমে প্রয়োগ করা হবে। এফএ এক বিবৃতিতে সোমবার বিষয়টি জানায়। ম্যাচ চলাকালীন দুই বা তার বেশি খেলোয়াড় ম্যাচ অফিসিয়ালকে কোনো সিদ্ধান্তের প্রতিবাদে ঘিরে ধরলে অন্তত একটি হলুদ কার্ড দেখানো হবে এবং এফএ-এর কাছে তা রিপোর্ট করা হবে। ক্লাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।
সবশেষ মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যাচ অফিসিয়ালদের ঘিরে ধরা বা মাঠে সংঘর্ষের জন্য ২০টির বেশি জরিমানা করে এফএ। অর্থের মোট অঙ্কটা ছিল ১০ লাখ পাউন্ডের বেশি। প্রথমার্ধের বিরতিতে কিংবা ম্যাচের শেষে কোচরা যদি টাচলাইন ছেড়ে কোনো ম্যাচ অফিসিয়ালের মুখোমুখি হতে মাঠে ঢুকে পড়েন, সেক্ষেত্রে কোচরাও শাস্তি পেতে পারেন।


প্রকাশিত: আগস্ট ১, ২০২৩ | সময়: ৬:২৬ পূর্বাহ্ণ | সুমন শেখ