নাচোলে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জেন নাচোলে বেসরকারী মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বেতন বৈষম্য দূরিকরণের দাবীতে র‌্যারী, মানবন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাশিস(বাংলাদেশ শিক্ষক সমিতি) ও মাদ্রাসা শিক্ষক সমিতি নাচোল শাখার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অংশগ্রহণে একটি র‌্যালী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উপজেলা পরিষদ ঘুরে নাচোল বাসস্ট্যান্ডে মিলিত হয়। সেখানে মানবন্ধন শেষে শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনা পথসভায় বক্তব্য রাখেন, বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক, সাবেক সভাপতি(বাশিস) সাদিকুল ইসলাম,বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম,মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, তৌফিকুর রহমান, সহকারী শিক্ষক আজিজুল ইসলাম ও শাহীন বানু। বক্তারা অনতিবিলম্বে তাদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ