নাটোরে যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্ন করার মামলায় জেলা আ’লীগের নেতা বাবলু কারাগারে

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুর জামিন আবেদন খারিজ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রওশন আলম এই আদেশ প্রদান করেন। তবে এ সময় জামিন আবেদনকারী অপর ৩ আসামী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সেন্টুর জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সোমবার ২৪ জুলাই দিবাগত রাত ১২টার দিকে আহত মিঠুনের ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে ৩০ নেতাকর্মির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনের নামে নাটোর সদর থানায় এ মামলাটি করেন।
আদালত সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে আসামীদের ৪জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন আবেদন শুনানী শেষে উপজেলা চেয়ারম্যান রমজানসহ ৩ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার ২ নম্বর আসামী মোর্ত্তজা আলী বাবলুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সৈয়দ বাবলু শহরের কানাইখালী এলাকার সৈয়দ মোতাহার আলী ওরফে মোতা মৌলভীর সন্তান। বর্তমান কোর্ট হাজতে হেফাজতে থাকা মোর্ত্তজা বাবলুকে বিকালে কারাগারে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
এর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার রাত পৌনে ১০টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিঠনের হাতের কব্জি কেটে নিয়ে ও কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় আহত হয় আরো ৬জন। মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ এলাকার মৃত শাহাবুদ্দিন আলীর ছেলে এবং ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ