নাটোরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীর বাঁশের আঘাতে চাষীর মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোর সদরের কাফুরিয়া হাটে বুধবার সকালে পাওনা টাকা চাওয়ায় এক কলা ব্যবসায়ীর বাঁশের আঘাতে কলা চাষীর মৃত্যু হয়েছে। নিহত কলা চাষী আবুল কালাম (৫৫) সদর উপজেলার কাফুরিয়া জোলার পাড়ের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিবেশী ও কাফুরিয়া বাজারের সার কিটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, সদর উপজেলার কাফুরিয়া জোলার পাড়ের আব্দুর রাজ্জাকের ছেলে কলা চাষী আবুল কালাম এর নিকট থেকে গত রোজার মাসে পাশ্ববর্তি কাফুরিয়া রিফুজি পাড়ার শুকচানেরছেলে কলা ব্যবসায়ী কামাল হোসেন বাঁকীতে কলা কিনেন। বিভিন্ন সময়ে বার বার বকেয়া পাওনা টাকা চাইলেও কলা ব্যবসায়ী কামাল হোসেন কলা চাষী আবুল কালামের টাকা পরিশোধ করেননি। বুধবার সকাল সাতটার দিকে কাফুরিয়া হাটে কলা বিক্রি করতে এসে কলা চাষী আবুল কালাম তার পাওনা টাকা পরিশোধ করার জন্য আবারো চাপ দেয়।

 

 

 

 

এতে ক্ষিপ্ত হয়ে ওঠে কলা ব্যবসায়ী কামাল হোসেন। তর্ক বির্তকের এক পর্যায়ে কলা ব্যবসায়ী কামাল হোসেন পাশে থাকা একটি বাঁশ দিয়ে কলা চাষী আবুল কালামের মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থালেই কলা চাষী আবুল কালামের মৃত্যু হয়। ঘটনার সাথে সাথেই কাফুরিয়া হাট থেকে পালিয়ে যায় কলা ব্যবসায়ী কামাল হোসেন। কলা ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময়ে চুরি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে দাবী করেছেন বাজারের ব্যবসায়ীরা। কলা ব্যবসায়ীর আঘাতে কলা চাষীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত তাকে আটক করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন বাজারে আগত এলাকার কলা চাষীরা। হত্যাকান্ডের খবর পেয়ে নাটোর থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনস্থালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছেন। পুলিশ নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী বলেছেন, অভিযুক্ত কলা ব্যবসায়ীকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৪:১৮ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর