সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে একটি আদর্শ ও সুখী পরিবার ভিত্তিক ইতিবাচক সন্তান পালন বিষয়ক কর্মশালা

গোদাগাড়ীপ্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে একটি আদর্শ ও সুখী পরিবার ভিত্তিক ইতিবাচক সন্তান পালন বিষয়ক কর্মশালা অনষ্ঠিত। আজ সোমবার( ১০ জুলাই) সকাল ১০টায় উপজেলার পাকড়ী ইউনিয়নের মিশনপাড়া গ্রামে গোদাগাড়ী এপি, ওয়ার্ল্ড ভিশন এর সৌজন্যে,ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেস ইন বাংলাদেশ এর আয়োজনে।

 

 

 

ট্রিনিটি লুথেরান চার্চ ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান মানুয়েল হাঁসদার সভাপতিত্বে, দিনব্যাপী এ অংশীদারিত্ব কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপির ম্যানেজার প্রেরনা চিসিম।বিশেষ অতিথি ছিলেন, লিয়াজো অফিসার মনিরানা কর্মকার, রেভা: মন্টু হেম্ব্রম ও রেভা: কর্নেল হাঁসদা, রেভা: অনন্ত মুরমু এবং প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা ও সন্তোষ মিত্র প্রমূখ।

 

 

 

কর্মশালায় বক্তারা বলেন করেন ইতিবাচক সন্তান পালন বিষয়ক পরিকল্পনাতে যাতে পিতামাতাগণ শিশুদের লালন এবং মঙ্গলে পরিবারের ভূমিকাকে আরো ভালোভাবে বুঝতে, পরিবারের বাস্তবতা এবং প্রাসঙ্গিকতাকে আরো ভালোভাবে জানতে এবং পরিপূর্ণতার দিকে একত্রে যাত্রার পরিপ্রেক্ষিতে পরিবারের গঠনকাঠামো, প্রক্রিয়া ও উপকরণগুলোকে আরো ভালোভাবে আয়ত্ত করতে এবং পরিবারকে প্রস্ত্তত , সমর্থন ও পারিবারিক বিষয়গুলোকে স্বীকার করে নেওয়ার ব্যবহারিক উপায়গুলোকে শনাক্ত করতে পারেন।এ সময় বক্তারা পরিবারকে নিয়ে আমার আশা ও স্বপ্ন-ব্যাক্তিগত চিন্তা, অতীতের স্মরণীয় স্মৃতি, পরিবারের পরিপূর্ণতার ও ভগ্নতার লক্ষণ বা চিহৃসমুহ আদর্শ ও সুখী পরিবারের চিহৃসমূহ এবং আদর্শিক নয় এমন বিষয়সমূহ, উত্তম বীজ বা পরিবারের কোন ব্যাক্তির জীবনের উত্তম দিক বা গুনাবলীসমুহ, পারিবারিক জীবনে আনন্দ ও কষ্ট(বেদনা), শিশুর প্রতি ভালবাসা ও দয়া নিয়ে ছোট ও বড় দলে আলোচনা করেন এবং ধর্মের আলোকে পারিবারিক উন্নয়ন, শিক্ষা ও নেতৃত্ব গঠনের উপর আলোকপাত করেন।

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জুলাই ১০, ২০২৩ | সময়: ১০:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine