মরিচের ঝাল কমাতে বাজারে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার: রাজশাহী বাজারগুলোতে একদিনের ব্যবধানে ৪০০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। তবে অনেক ব্যবসায়ী কৌশলে তাদের মুনাফা লুফে নিতে দাম হাঁকিয়ে যাচ্ছে চড়া। তাই মরিচের ঝাল কমাতে এবার মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে মাস্টারপাড়া পাইকারি বাজারে সবুজ নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম তাকে জরিমানা করেন। এ সময় বাকিদেরও সতর্ক করে দেয়া হয়।
সারা দেশের মতো রাজশাহীর বাজারেও কাঁচা মরিচের দাম নিয়ে অস্থিরতা চলছে। ঈদের আগে হঠাৎ করেই আকাশচুম্বি হয়ে ওঠে কাঁচা মরিচের দাম। তবে, মঙ্গলবার রাজশাহী মহানগরের সবচেয়ে বড় পাইকারি বাজার মাস্টারপাড়া, সাহেববাজার, লক্ষ্মীপুর বাজার, নওদাপাড়া ও শালবাগান বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকায় নেমেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী। তাই তারা অভিযান চালান। বাজারে একেক ব্যবসায়ী একেক দাম হাঁকছেন। বাজার নিয়ন্ত্রনে আনতেই এ জরিমানা করা হয়েছে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলার ওপর দিয়ে তীব্র খরা ও তাপপ্রবাহ বয়ে গেছে। যে কারণে শত শত হেক্টর মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। তবে মাস খানেক সময়ের মধ্যেই কাঁচা মরিচের উৎপাদন স্বাভাবিক হয়ে আসবে। এর আগেই কাঁচা মরিচের দাম আরও কমবে।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীর ৮৫০ হেক্টর জমিতে এবার কাঁচা মরিচের চাষাবাদ হয়েছে। সবচেয়ে বেশি কাঁচা মরিচের চাষ হয়েছে রাজশাহীর বাগমারায়। সেখানে ২৪০ হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষ হয়েছে।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৩ | সময়: ৫:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর