প্রাইভেটকার-মাইক্রোবাস সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত, আহত ৮

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (৪২) নামে এক আম ব্যবসায়ী নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহসাড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম সাভারের আমিন বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে আম কেনার পর চারজন ব্যবসায়ী প্রাইভেট কারে (ঢাকা মেট্রো খ ১২-১২১১) ঢাকা যাচ্ছিলেন।
অপরদিকে, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরৎ এক যুবককে নিয়ে ৯ জন অপর একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ১১-৭৬৩৪) চেপে নাটোর ফিরছিলেন। পথে মানিকপুর কলাবাগান এলাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় যানবাহন দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্বসড়কে উল্টে পড়ে আব্দুল করিম ঘটনাস্থলে নিহত ও আরো আটজন আহত হন। স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৩ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর