সর্বশেষ সংবাদ :

শীর্ষেই ব্রাজিল, ১৯২ নম্বরেই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। এমনকি পয়েন্টও আগের মতোই। যথারীতি তাদের পরে সেরা পাঁচে বেলজিয়াম, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। যে সময়ের ভিত্তিতে বৃহস্পতিবার সবশেষ র‌্যাংকিং প্রকাশিত হয়েছে, ওই সময়ে শীর্ষ দলগুলো কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তাই সেরা দশে অবস্থান তো বটেই, পয়েন্টেও কোনও হেরফের হয়নি। একই অবস্থা প্রথম ২০-এ। অবশ্য উরুগুয়ে ও সেনেগাল কিছুটা পয়েন্ট হারালেও আগের মতোই যথাক্রমে ১৩ ও ১৮ নম্বরে তারা।
এশিয়ান ফুটবল দলগুলোর মধ্যে সবার শীর্ষে আছে ইরান। এক ধাপ উন্নতি করে ২২ নম্বরে উঠেছে তারা। বাংলাদেশ আগের মতোই ১৯২ নম্বরে, তাদের রেটিং পয়েন্টও সেই ৮৮৩.১৮ রয়েছে। নিষেধাজ্ঞার কারণে ভারত র‌্যাংকিং তালিকা থেকে বাদ পড়েছে। বাংলাদেশের পরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৭)।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ