বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

সানশাইন ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। সৌদি আরব ও রাশিয়ার তেলের উৎপাদন কমিয়ে দেওয়ায় এ দাম বেড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স। সোমবার সৌদি আরব জানিয়েছিল, তারা আগস্ট পর্যন্ত প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। রাশিয়া ও আলজেরিয়া তাদের আগস্টের উৎপাদন এবং রপ্তানি মাত্রা প্রতিদিন যথাক্রমে ৫ লাখ ব্যারেল ও ২০ হাজার ব্যারেল কমানোর ঘোষণা দিয়েছে।
বিশ্ববাজারে এখন প্রতিদিন তেল উৎপাদনের ঘাটতি ৫০ লাখ ব্যারেল, যা মোট তেল উৎপাদনের ৫ শতাংশ। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম ১ দশমিক শূন্য ৯ ডলার পর্যন্ত বেড়েছিল। এদিন প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৭৫ দশমিক ৭৪ ডলার। রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের সোমবারের ঘোষণা সত্ত্বেও তেলের দামে আহামরি পরিবর্তন আসেনি। ওএএনডিএ কর্পোরেশনের বিশ্লেষক ক্রেগ এরলাম বলেছেন, ‘৭৭ ডলারের উপরে গেলেই তাকে উল্লেখযোগ্য পরিবর্তন বলা যেতে পারে; অন্যথায় সীমার অভ্যন্তরে বাণিজ্য ভালভাবে চলতে পারে।’


প্রকাশিত: জুলাই ৫, ২০২৩ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর