সর্বশেষ সংবাদ :

দৃষ্টিনন্দন শহর গড়ায় মেয়র লিটনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটিকে দৃষ্টিনন্দন শহরে পরিণত করায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে রাজশাহী ঘুরে দেখার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
সোমবার (৩ জুলাই) দুপুরে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে রাজশাহীর মেয়রকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, সিলেটের মেয়রকে রাজশাহী শহর ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।
এ সময় সরকারপ্রধান বলেন, ‘ভালো মানের হোটেল থাকলে রাজশাহীতেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা সম্ভব। ব্যবসায়ীরা উদ্যোগ নেবেন বলে আশা করি।’
প্রত্যেক মেয়র নিজ নিজ এলকার সৌন্দর্য্যবর্ধনের কাজ করে সিটি করপোরেশনগুলোকে নান্দনিকতায় ভরিয়ে তুলতে পারেন। জনগণের সেবা করবেন। নগরগুলোকে আরও উন্নয়ন করতে হবে। নদীগুলো আবারও ড্রেজিং করতে হবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে রাসিকের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাসিকের নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করান। আর রাসিকের নির্বাচিত ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড এর নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার রেণী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জুলাই ৪, ২০২৩ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ