আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ইদ-উল-আযহা ২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত রবিবার আরএমপি’র স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রি/ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য বহন এবং জায়নামাজ ব্যতীত কোনো ধরনের ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
গত ২৫ জুন পুলিশ কমিশনার স্বাাক্ষরিত নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরএমপি আদেশে উল্লেখ করা হয়।


প্রকাশিত: জুন ২৮, ২০২৩ | সময়: ৫:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর