সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে দিন মজুরের গরু চুরি

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে বাড়ির গোয়ালঘর থেকে দুটি গরু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি আক্কেলপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ড মৎস্যজীবী পাড়া নামক গ্রামে ঘটেছে।
চুরি যাওয়া গরুর মালিক ওই এলাকার উম্মত প্রামানিকের ছেলে জামাল উদ্দীন (৩৭)। তিনি পেশায় একজন দিন মজুর।
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় গোয়ালে গাভী, বাছুর ও বোকনা গরু ওঠিয়ে রাখেন গরুর মালিক। রাতে ঘুমানোর আগেও তারা লক্ষ্য করেছিলেন গোয়ালে গরু আছে।
সকালে ঘুম থেকে ওঠে দেখেন গোয়ালে কোন গরু নেই। আশেপাশে খোঁজ করার সময় মাঠে তারা একটি বাছুর দেখতে পায়, তবে গাভী ও বোকনা গরুর কোন সন্ধান পায়নি। নিখোঁজ দুটি গরুর আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। দুটি গরুর মধ্যে গাভীর রং সাদা-লাল মিশ্রিত ও বোকনা গরুর রং সাদা ছিল।
গরু মালিক জামাল উদ্দীন বলেন, ‘বিভিন্ন হাটে এখনও গরু খোঁজাখুজি চলছে। থানায় এখনও কোন অভিযোগ করিনি। থানা থেকে লোক এসেছিল’।
ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর মামুনুর রশিদ গরু চুরি হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক জানায়, ‘গরু চুরি হওয়ার বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন অভিযোগ হয়নি’।


প্রকাশিত: জুন ২৬, ২০২৩ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ