গোদাগাড়ী সীমান্তে নিহত কিশোরের লাশ ফেরত দেয়নি বিএসএফ 

 

গোদাগাড়ী প্রতিনিধিঃ 

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশী কিশোরের লাশ ফেরত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন জানান,১৯ সেপ্টম্বর দুপুর ২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক কামারপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে আব্দুর রহিম মাসুদ(১৮)সহ ৪ জন কৃষি জমিতে কাজ করছিল। এক পর্যায়ে কাটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে চারজনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

 

এরপর তিনজন পালিয়ে আসলেও আব্দুর রহিম মাসুদকে বিএসএফের হারুপুরে নিয়ে নির্যাতন করে। এক পর্যায়ে বিএসএফের নির্যাতনের শিকার আব্দুর রহিম মাসুদ মারা যায় বলে মৃত্যুর খবরটি নিশ্চিত তার পিতা বাবলু রহমান বলেন,২১ সেপ্টম্বর পর্যন্ত হারুপুর বিএসএফ ক্যাম্পে মাসুদের লাশ পড়েছিল।

 

কিন্তু ২২ সেপ্টম্বর মাসুদের লাশের খোজ পাওয়া যাচ্ছে না। চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের মুর্শিদাবাদের রানীতলা থানায় মাসুদের মরদেহটি আছে।

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ | সময়: ১০:৩১ অপরাহ্ণ | Daily Sunshine