২০১৩ সালের পর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত

স্পোর্টস ডেস্ক: ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতলো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। ওই শেষ। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। ভারত আইসিসির আর কোনো ট্রফিতে হাত ছোঁয়াতে পারেনি। না পেরেছেন বিরাট কোহলি, না রোহিত শর্মা।
আরও একবার শিরোপার খুব কাছে এসে স্বপ্ন ভাঙলো ভারতের। রোববার ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বপ্ন ভাঙলো ভারতীয়দের। সবমিলিয়ে ভারত গত ১০ বছরে আইসিসির স্বীকৃত কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে চারবার। চারবারই শিরোপা ছাড়া ফিরতে হয়েছে তাদের।
গত ১০ বছরে আইসিসি টুর্নামেন্টে ভারত- ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: রানার্সআপ, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ: সেমিফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি: রানার্সআপ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ: সেমিফাইনাল, ২০১৯-২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ: রানার্সআপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার-১২, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনাল ও ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ: রানার্সআপ।


প্রকাশিত: জুন ১২, ২০২৩ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ