পদত্যাগ ছাড়া সরকারের সাথে সংলাপ নয় : দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর: বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি কোনো সংলাপে যাবে না। আমরা কোনো সংলাপ চাইনি। আমরা সরকারের পদত্যাগ চেয়েছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চেয়েছি। জনগণের ভোটাধিকার ফেরত চেয়েছি। কিন্তু এই সরকার সবকিছু কেড়ে নিয়েছে।
অনেক চুরি করেছেন, অনেক ডাকাতি করেছেন সুতরাং আপনারা এখন মানে মানে বিদায় হোন দেশের মানুষ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এটা বুঝতে পেরেই আওয়ামী লীগ নেতারা উল্টোপাল্টা কথা বলছেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু শনিবার শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভায় আরোও বক্তব্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে এ যৌথ সভা আহবান করা হয়।


প্রকাশিত: জুন ১১, ২০২৩ | সময়: ৫:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ