টেস্ট খেলতে ঢাকায় আফগানিস্তান দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে দুই ভাগে চলে এসেছে আফগানিস্তান দল। শনিবার সকাল ৯টায় ঢাকায় পা রাখেন আফগানদের টেস্ট স্কোয়াডের প্রথম ভাগ। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আসে পরের ভাগ। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশে এলেন তারা।
আগামী বুধবার মিরপুরে শুরু দুই দলের একমাত্র টেস্ট। সূচি অনুযায়ী, রোববার থেকেই অনুশীলন শুরু করবে আফগানরা। বাংলাদেশ দল অনুশীলন করছে বেশ কয়েক দিন ধরে। তবে শনিবার টিম হোটেলে উঠে তারাও টেস্টের জন্য সুনির্দিষ্ট অনুশীলন শুরু করবে রোববার থেকেই।
হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে আফগানদের টেস্ট দলে এবার নেই রশিদ খান। ২০১৯ সালে চট্টগ্রামে ১১ উইকেট নিয়ে বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছিলেন এই লেগ স্পিনার। এবার কিছুটা চোট সমস্যা থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে দলের সবচেয়ে বড় তারকাকে। বাংলাদেশকে হারানো সেই দলের অধিনায়ক আসগর আফগান ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবিও এখন অবসরে। শক্তিতে তাই এবারের দলটি তুলনামূলক দুর্বল আগের চেয়ে।
মুজিব-উর-রহমান, রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকির মতো সীমিত ওভারের ক্রিকেটের নিয়মিত বেশ কজন ক্রিকেটার লাল বলের ক্রিকেটে সেভাবে খেলেন না। আফগানদের টেস্ট দল বরাবরই কিছুটা আলাদা। এবার তারা টেস্ট খেলবে ২৭ মাসের বিরতির পর। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেছিল তারা ২০২১ সালের মার্চে। টেস্ট মর্যাদা পাওয়ার পর ৬ বছরে স্রেফ ৬টি টেস্ট খেলতে পেরেছে তারা। এর মধ্যে ৩টিতে জিতেছে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। হেরেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছে।
এবার টেস্ট ম্যাচটি খেলে দেশে ফিরে যাবে আফগানিস্তান দল। ঈদের পর তারা ফিরবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে। ওই দুই সিরিজের দল ঘোষণা করা হয়নি এখনও। ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে, টি-টোয়েন্টি সিরিজ সিলেটে। আফগানিস্তানের টেস্ট স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আফসার জাজাই, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জাহির খান, ইজহারুলহক নাভিদ, আমির হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাদ মাসৌদ।


প্রকাশিত: জুন ১১, ২০২৩ | সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ