মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এক নারীকে আটক করেছে র্যাব। এই নারীর নাম অলকা রানী সিং (৫২)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লায়।
রাজশাহী র্যাবের একটি দল রবিবার দিবাগত রাতে অলকার বাড়িতে এই অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার সকালে র্যাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অলকার বাড়িতে হেরোইন থাকার খবর পেয়ে র্যাবের একটি দল গিয়ে বাড়িটি ঘেরাও করে। এ সময় অলকা পালানোর চেষ্টা করলে র্যাবের নারী সদস্যরা তাঁকে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয় করা হয়।
এ বিষয়ে অলকার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।