বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত নৌকার প্রাার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ করেছেন তানোর আগামী সংসদ নির্বাচনে তানোর গোদাগাড়ী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আয়েশা আখতার ডালিয়া। রবিবার বেলা ১২ টায় তিনি লক্ষীপুর ও শিক্ষাবোর্ড এর আশেপাশে খায়রুজ্জামান লিটনের পক্ষে লিফলেট বিতরণ করেন ও সাধারন জনগণকে মিষ্টি খাইয়ে দেন।
লিফলেট বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, লিটন ভাই যেভাবে রাজশাহীর উন্নয়ন করেছেন আমরা গর্বিত রাজশাহীবাসী হিসেবে। এবার তার স্লোগান কর্মসংস্থান। এটি খুর জরুরী রাজশাহীর জন্য তাই আমি ঢাকা থেকে এসে তার পক্ষে কাজ শুরু করেছি। সামনে তার সাথে দেখা করে আরো কিভাবে কাজ করা যায় দিক নির্দেশনা নিব। এসময় দলীয় নেতাকর্মিরা তার সাথে ছিলেন।