এশিয়া কাপের আগে ‘মনোবিদ’ পাচ্ছেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক: ছুটি কাটিয়ে দেশে ফেরার সময় মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনিকে সঙ্গে নিয়ে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাইন্ড ট্রেনারের পর এশিয়া কাপের আগে বাংলাদেশ দল পাবে একজন সাইকোলজিস্ট।
আগস্টের ১১ তারিখ নতুন সাইকোলজিস্ট ডক্টর ফিলের ঢাকায় আসার কথা রয়েছ। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ব্রাউনি-ফিল নিয়ে জালাল বলেন, ‘মনোবিদের সঙ্গে কাজ করা হবে কিছু দিনের জন্য। এটা দুই সপ্তাহ। এখন এটি চলতেছে। জাতীয় দলের সঙ্গে কাজ করবে। পরে আসবে সাইকোলজিস্ট। ও সাইকোলজি (ফিল) নিয়ে কাজ করবে। সেও সাময়িকভাবে কাজ করবে।’
দীর্ঘদিন ধরেই মনোবিদ নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। হাথুরুসিংহের যোগ দেওয়ার পর অবশেষে এটি বাস্তাবায়ন হতে যাচ্ছে। হাথুরুর সঙ্গে আসা ব্রাউনি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। রোববার জাতীয় দলের অনুশীলন শুরুর আগে একটি সেশন করেছেন ব্রাউনি। প্রায় ঘণ্টাব্যাপী মেন্টাল স্ট্রেন্থের এই সেশন চলে মিরপুরে।


প্রকাশিত: জুন ৫, ২০২৩ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ