রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরম্যান্স বেজড গ্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় প্রতিষ্ঠানের প্রধান ও এসএমসি সভাপতি সহ উপজেলা পর্যায়ে দিনভর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, বদলগাছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াশিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াজেদ আলী, জাকির হোসেন।
কর্মশালায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।