সিংড়ায় ক্ষুদ্রগোষ্ঠীর মাঝে হাঁসের ঘর বিতরণ

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর ও দশজন ঘাসচাষী খামারির মাঝে ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে।
অপরদিকে ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের মত নাটোরের সিংড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। বুধবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁসের ঘর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।
এসময় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইফতেখারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, ভেটেরিনারি সার্জন রকিবুল হাসান সুজন, উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার।


প্রকাশিত: জুন ১, ২০২৩ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ