সর্বশেষ সংবাদ :

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, অক্টোবরে প্রাণ গেল ৭৯ জনের

সানশাইন ডেস্ক: চলতি মাস অক্টোবর শেষ হতে আরও দুদিন বাকি থাকতেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে; এসময়কালে মৃত্যু হয়েছে ৭৯ জনের, যাদের ছয় জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ মাসে প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯১ জন। দৈনিক গড়ে ২ দশমিক ৭২ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টাতেও ৮৬৯ জন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এসময় মৃত্যু হয়েছে আরও ছয় জনের। আগের দিন এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন ৪৪০ জন নতুন রোগী।
এ নিয়ে এ বছর দেশে মোট রোগী ভর্তি হয় ৩৬ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১৩৪ জন। হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। ২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যু হয়েছিল, যা এখন পর্যন্ত দেশে এক বছরে সর্বোচ্চ মৃত্যু। ২০২১ সালে মৃত্যু হয়েছিল ১০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ৪৮১ জন ঢাকায় এবং ৩৮৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৯১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৯৭ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ২৭৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৩১৮ জন। এ পর্যন্ত যে ১৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৭৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে ৩৮ জন মারা গেছেন।


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ