সর্বশেষ সংবাদ :

নগরীতে লিটনের পক্ষে সভা-সমাবেশ অব্যাহত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে নগরীতে সভা-সমাবেশ অব্যাহত রয়েছে।
আওয়ামীলীগ বোয়ালিয়া (পশ্চিম) থানা মনিটরিং সেলের পর্যবেক্ষণ সভা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
মনিটরিং সেলের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে সভায় ৭টি ওয়ার্ডের মহল্লা কমিটি গঠন নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ রাজশাহী মহানগরের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বিরুল ইসলাম. শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল. মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি. সদস্য মোঃ মোখলেশুর রহমান কচি. রাশেদ উন নবী আহসান. বোয়লিয়া (পশ্চিম) থানা সভাপতি মোঃ আব্দুস সালাম. সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন. যুগ্ম সাধারণ রফিকুল ইসলাম পিন্টু. সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ।

শুক্রবার সন্ধ্যা ৭.৩০টায় নগরীর ডিঙ্গাডোবা মোড়ে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের, সকাল ১০.৩০টায় রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব, সদস্য মুশফিকুর রহমান হাসনাত, মোকাদ্দেস হোসেন লাবলু, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান।
সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ এস এম আরিফ রতন, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার আলী, সদস্য আজমুল হক রাজু।
উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার সহ-সভাপতি মান্নান, বাবু, অতি: সাধারণ সম্পাদক জয়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হবি, আরিফুল, সাংগঠনিক সম্পাদক সুজন, রাজু, আরবিআর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত সিনহা দেবু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ মজুমদার, সহ-সম্পাদক সাদিকুল, শ্রমিক নেতা আকরাম হোসেন, কর্মচারি কল্যান কমিটির আসাদুজ্জামান আসাদ, আমিনুল ইসলাম, ওয়ারেস আলী রানা, বদিউজ্জামান পলাশ, মনোয়ারুল করিম মন্টু, মনিরুল ইসলাম, আবুল কাশেম, সবুর খান, সুজন, মিলন সহ লোকো ডিপো কর্মচারীগণ।


প্রকাশিত: মে ২০, ২০২৩ | সময়: ৫:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ