ডিজিটাল আইনের অভিযোগ থেকে খালাস পেলেন পুঠিয়ার দুই সাংবাদিক

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সাবেক মেয়র ও দুইজন সাংবাদিকের বিরুদ্ধে সাংসদের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মামলাটি থেকে অব্যহতির রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি জিয়াউর রহমান।
পুঠিয়া-দুর্গাপুর সাংসদ ডাক্তার মনসুর রহমানের দায়েরকৃত অভিযোগে আসামি করা হয় সাবেক পুঠিয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাংবাদিক এইচএম শাহনেওয়াজ ও আরিফ সাদাত।
বাদী পক্ষের আইনজীবি ওসমান আলী বলেন, ৭টি স্বাক্ষী ও শুনানী যুক্তি পর আদালত আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমানিত হয়নি। যার কারণে তাদের এই মামলা থেকে অব্যহতি প্রদান করেছেন। এদিকে এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. ইসমত আরা পিপি।
এদিকে সাবেক মেয়রসহ দুইজন সংবাদিক অভিযোগ থেকে খালাস পাওয়ায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনিত প্রাথী রবিউল ইসলাম রবির পরাজয় বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এইচ এম শাহনেওয়াজ ও আরিফ সাদাত।
এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ ডাক্তার মনসুর রহমান আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক মেয়র ও দুইজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অভিযোগ দায়ের করেন।


প্রকাশিত: মে ১৯, ২০২৩ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ