সর্বশেষ সংবাদ :

নৌযান চলাচল বন্ধ

সানশাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে অভ্যন্তরীণ নৌপথে সব রকম নৌযান চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ মে) এই তথ্য জানায়।
এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকারের বিভিন্ন প্রস্তুতির বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি জানান, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি আজ রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে। এখন কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়টির এখন আর সুপার সাইক্লোন হওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানান প্রতিমন্ত্রী।


প্রকাশিত: মে ১৪, ২০২৩ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ