দুর্গাপুরে সরকারি গাছ খাচ্ছেন কলেজ শিক্ষক

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে রাতের আঁধারে সরকারি রাস্তার লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। বাবুল হোসেন নামের ওই শিক্ষক রাজশাহী নগরীতে বসবাস করলেও দুর্গাপুর উপজেলার নওপাড়া এলাকার ডাঙ্গাপাড়ায় পৈত্রিকসূত্রে পাওয়া জমি ভরাট করতে গিয়ে বৃহস্পতিবার রাতে গাছগুলো কেটে নেন।
কেটে নেয়া গাছ গুলোর মধ্যে রয়েছে, ৫টি আমগাছ ও ৩টি রেইনট্রি কড়াই গাছ। সরকারি রাস্তার পাশে থাকা এই গাছ গুলোর কারনে তিনি জমি ভরাট করতে পারছিলেন না। গাছগুলো দামি হওয়ায় লোভ সামলাতে না পেরে গত বৃহস্পতিবার রাতের আঁধারে গাছ গুলো কেটে নিয়েছেন কলেজ শিক্ষক বাবুল হোসেন।
কলেজ শিক্ষক বাবুল হোসেন রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকার ফজলুল হকের ছেলে। গাছ কেটে নেয়ার বিষয়টি এলাকায় জানাজানি হবার পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন কলেজ শিক্ষক বাবুল হোসেন।
এলাকাবাসীরা অভিযোগ করেন, সরকারি রাস্তার পাশেই বাবুল হোসেনের ফসলি জমি। রাতের আঁধারে ফসলি জমি ভরাট করছিলেন তিনি। জমি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিলো ট্রাক্টর। কিন্তু রাস্তার পাশে থাকা গাছগুলোর কারনে ট্রাক্টর গুলো জমিতে যেতে পারছিলো না। বৃহস্পতিবার রাতের আঁধারে গাছগুলো কেটে নেন বাবুল হোসেন।
জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক বাবুল হোসেন বলেন, গাছগুলো কাটা আমার ভুল হয়েছে। বিষয়টি নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কয়েকজন সাংবাদিককে ম্যানেজ করেছি। সবকিছু মিটমাট হয়ে গেছে।
তিনি আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টির দায়িত্ব নিয়েছেন। প্রয়োজনে তার সাথে যোগাযোগ করুন।
নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ইউএনও স্যারকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম। আগামীকাল (রোববার) অফিসিয়ালি বিষয়টি জানাবো।
উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসী মোবাইল ফোনে বিষয়টি আমাকে জানিয়েছে। রোববার অফিসে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেবো।


প্রকাশিত: মে ১৪, ২০২৩ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর