বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্টের খুনিরা কেবল বঙ্গবন্ধুকে নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেয়েছিল। সে কারণে শেখ রাসেলকেও তারা হত্যা করে। শনিবার শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
শেখ কামালের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘তার আত্মার মাগফিরাত কামনা করি। মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, জীবন বাজি রেখে দেশমাতৃকার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি বহুগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দক্ষ রাজনৈতিক সংগঠক।’
একজন মেধাবী তরুণকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ কামাল বেঁচে থাকলে জাতিকে অনেক কিছু দিতে পারতেন। দুঃখজনক হলেও সত্য, বিএনপির মিছিলে এখনও ’১৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠো আর একবার’ স্লোগান দেওয়া হয়। তারা ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে– এই স্লোগানের মাধ্যমে সেটি স্বীকার করে নিয়েছে। ১৫ আগস্টকে উপহাস করতে বিএনপির নেত্রী খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন। এই অপরাজনীতি দেশ থেকে চিরতরে বন্ধ হওয়া প্রয়োজন।’