সর্বশেষ সংবাদ :

উন্নয়নে নিবেদিত থাকতে চান এমপি জিয়াউর রহমান

গোমস্তাপুর প্রতিনিধি: বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার। এ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে অন্য সরকারের আমলে তা চোখে পড়েনি। এরই অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জ-২ নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
শুক্রবার বিকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে বিজয়ী চাপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি জিয়াউর রহমান তার ১০০ দিন পূর্ণ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
লিখিত বক্তব্যে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদের ৪৪ চাপাইনবাবগঞ্জ ২ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হওয়ার ১০০ দিন পূরন হয়েছে গত ১১ মে। সেই উপলক্ষে আমি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমার এই স্বল্প সময়ের কার্যকালে আমি এলাকার সড়ক, রেল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ক্রীড়া ও সাংষ্কৃতিক সংগঠন সহ সকল ক্ষেত্রে গত ৪ বছর উন্নয়ন বঞ্চিত এলাকার উন্নয়ন মূলক কাজগুলো করার লক্ষ্য নিয়ে এগুচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়ন সম্ভব।
আমার এ আসনে তিনটি উপজেলা ও দুটি পৌরসভা রয়েছে। এলাকার বিদ্যুৎ সমস্যা সহ অন্যান্য সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে কথা বলে সমাধানে সচেষ্ট রয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাকালে বন্ধ হওয়া রাজশাহীগামী লোকাল ট্রেন, খুলনাগামী মহানন্দা ট্রেনে বগি বৃদ্ধি সহ রেলের সমস্যা সমাধানে চেষ্টা করছি।
জেলা আওয়ামী লীগের কোন্দল নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, একটি বড় দলে কোন্দল থাকতেই পারে। তবে আমরা কোন্দল নিরসনে উদ্যোগী রয়েছি। চাপাইনবাবগঞ্জ সদরে সম্প্রতি হত্যাকান্ড নিয়ে আওয়ামী লীগের বিভক্তি প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে। প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে।
জেলা আওয়ামী লীগের মিটিং সম্পর্কে বলেন, কেন্দ্রের পরামর্শ অনুযায়ী সভা আহবান করা হবে। তিনি তার দায়িত্ব পালনে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।


প্রকাশিত: মে ১৩, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ