পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় ইঞ্জিনচালিত যানবাহন নসিমন ও মাইক্রোবাসের সংঘর্ষে ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম গরু ব্যবসায়ী। তিনি নাটোর সদর উপজেলার হালসা গ্রামের মাজদার আলীর ছেলে।
পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম বলেন, সকালে নসিমনে গরু নিয়ে ওই ব্যবসায়ীরা রাজশাহী সিটির হাটে যাচ্ছিলেন। অপরদিকে একটি মাইক্রোবাস রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। পথে তারাপুর ফকিরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক গরু ব্যবসায়ী মারা যান। এ সময় নসিমনে থাকা চালকসহ আটজন গুরুতর আহত হয়েছেন।
ওসি বলেন, নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


প্রকাশিত: মে ৮, ২০২৩ | সময়: ৫:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ