সর্বশেষ সংবাদ :

শ্রীলঙ্কায় নিগারদের পিছু ছাড়াছে না বৃষ্টি, এবার পণ্ড প্রস্তুতি ম্যাচ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মেয়েদের শ্রীলঙ্কা সফরে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। এর আগে বৃষ্টির বাগড়া ওয়ানডে সিরিজের দুই ম্যাচ পণ্ড হয়েছে। এবার বৃষ্টিতে পণ্ড হলো টি-টোয়েন্টি সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ।
সিরিজের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে রোববার প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। বৃষ্টির কারণে সেটা আর মাঠে গড়ায়নি। শ্রীলঙ্কা থেকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে মাঠ ঠিক করতে না পারায় প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। তবে দল অনুশীলন করছে।’
এর আগে দুই ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় নতুন করে সূচি তৈরি হয়েছিল। প্রস্তুতি ম্যাচের পরিবর্তে আজ খেলার কথা ছিল তৃতীয় ওয়ানডে। কিন্তু আইসিসির সবুজ সংকতে না মেলায় আগের সূচিতেই ওয়ানডে সিরিজ শেষ হয়। বাংলাদেশ হারে ১-০ ব্যবধানে। আগামী ৯ মে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মে। সবগুলো ম্যাচের ভেন্যু কলম্বো সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ (এসএসসি)।


প্রকাশিত: মে ৮, ২০২৩ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ