লালপুরে যুবককে অ্যাসিড নিক্ষেপে

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে নিজের জমিতে ধান কাটার সময় কাজল (২১) নামের এক যুবককে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কাজলের মুখ ও শরীর ঝলসে গেছে। গতকাল সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজল একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজের জমিতে ধান কাটছিলেন। এ সময় তাঁকে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্সে নিয়ে আসেন।

 

 

 

লালপুর উপজেলা  স্বাস্থ্য  কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামন বলেন, ক্যামিক্যালে কাজলের মুখ থেকে নাভী পর্যন্ত লাইন হয়ে ঝলসে গেছে। তাকে সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লালপুর থানার (ওসি) মোহা. মোনোয়ার“জ্জামান বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়া হবে।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ | সময়: ৫:৩১ অপরাহ্ণ | Daily Sunshine