মহাদেবপুরে ল্যাম্ব হাসপাতালের উদ্যোগে ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা

মহাদেবপুর প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ল্যাম্ব হাসপাতাল পার্বতীপুর, দিনাজপুরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য    ও পরিবার পরিকল্পনা কার্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত এ সভা বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা ল্যাম্ব হাসপাতাল পার্বতীপুর, দিনাজপুর। উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: খুরশিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার গাইনী বিশেষজ্ঞ ডাঃ রুবি খাতুন, সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ, মো. আইনুল হোসেন, এম সাখাওয়াত হোসেন, কিউ এম সাইদ টিটো, ল্যাম্ব এর টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন ও প্রোগ্রাম এসিস্ট্যান্ট মো: তোজাম্মেল হক প্রমূখ।

 

 

সভায় জানানো হয়, ওমেন্স হোম ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় পার্বতীপুর, দিনাজপুরের ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট মহিলাদের ফিস্টুলা নির্মূলে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় ফিস্টুলা রোগীদের বিনামূল্যে অপারেশনসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিস্টুলা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ | সময়: ৪:১০ অপরাহ্ণ | Daily Sunshine