সর্বশেষ সংবাদ :

নাটোরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের লালপুরে ধর্ষণ মামলায় রাজা হোসেন নামের একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডিত রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই ১৩ বছর বয়সী নাবালিকা ভিকটিম রাজশাহী থেকে ট্রেনযোগে সকাল দশটার দিকে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখান থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ভিকটিমের চাচার বাড়ির কাছে নামিয়ে দিয়ে ধর্ষক পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম এই ধর্ষণের কথা তার পরিবারকে বললে ভিকটিমের চাচি বাদী হয়ে ২০০২ সালের ৫ জুলাই শুক্রবার লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন। দীর্ঘ সাড়ে দশ বছর পরে আদালত সোমবার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩ | সময়: ৫:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ