ওয়ানডে সিরিজের আগে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার থেকে আহমেদাবাদে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এরপর ১৭ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এই সিরিজ শুরুর আগে দুঃসংবাদই শুনতে হলো অস্ট্রেলিয়াকে। তাদের অলরাউন্ডার ঝাই রিচার্ডসন ভারতের বিপক্ষের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।
শুধু কি তাই? আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার খেলার বিষয়টিও শঙ্কার মধ্যে রয়েছে। মূলত হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। বিগ ব্যাশ লিগে খেলার সময় তিনি ইনজুরিতে পড়েন। জানুয়ারিতে ইনজুরিতে পড়ার পর থেকে তিনি আর খেলতে পারেননি অস্ট্রেলিয়ার হয়ে। প্রথমদিকে তার ইনজুরিকে গুরুতর কিছু মনে হয়নি। আশা করা হচ্ছিল বিগ ব্যাশের ফাইনালে তিনি খেলতে পারবেন। কিন্তু সেটা সম্ভব হয়নি। এরপর টানা দুই মাস তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন। সে কারণে আশা করা হচ্ছিল ওয়ানডে সিরিজ শুরুর শেষ মুহূর্তে হলেও তাকে দলে পাওয়া যাবে। তাই জায়গা পেয়েছিলেন ১৬ সদস্যের ওয়ানডে দলে। কিন্তু শনিবার ঘরোয়া ক্রিকেট খেলার সময় আবার ইনজুরিতে পড়েন তিনি। ঝাই রিচার্ডসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাথান এলিসকে।


প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ