সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রাম উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা হতে যাচ্ছে

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলাকে ‘জমিও নাই ঘরও নাই’ তথা ‘ক’ শ্রেণির ভূমিহীন মুক্ত ঘোষণাকল্পে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মস্তফা শামসুজ্জোহা ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ফজলুর রহমান ফজের, ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, ইউপি সদস্য নুর ই আলম সিদ্দিকী ও সানোয়ার হোসেন বক্তব্য রাখেন। যৌথ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকরা অংশ নেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ