রাজশাহীতে অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর হরিয়ান চিনিকল মাঠে সাতদিনব্যাপী অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু।
হরিয়ান ফুটবল একাডেমির সভাপতি হাসান আহমেদ জুয়েলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাফুফের প্রশিক্ষিত কোচ কামাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশিক্ষণার্থীদের নানা রকম দিক নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা ক্রীড়া অফিস রাজশাহীর পক্ষ থেকে অংশগ্রহণকৃত প্রশিক্ষণার্থীদের খেলোয়াড়ী পোশাক প্রদান করা হয়।
রাজশাহী জেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৪০ জন বালক প্রশিক্ষণে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জহুরুল হক জনি।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন কামাল হোসেন। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ বাস্তবায়ন উপলক্ষে রাজশাহী জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৭:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ