সর্বশেষ সংবাদ :

তাড়াশে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালঙ্কার লুট

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এক বাড়িতে ঢুকে পরিবারের নারীসহ চার সদস্যকে চেতনানাশক ছিটিয়ে অজ্ঞান করে নগদ প্রায় দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই চার ভুক্তভোগী হলেন আব্দুর রশিদ (৬০), আলমগীর হোসেন (৩২), রাশিদা খাতুন (২৮), তাসলিমা বেগম (২৮)।
আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন জানান, ঘটনার রাতে তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে চেতনানাশক ছিটিয়ে ঘুমিয়ে থাকা সবাইকে অজ্ঞান করে। পরে কৌশলে ঘরের দরজা খুলে প্রবেশ করে।
ট্যাংক ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা, আট ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। পরে ভোর রাতে বাড়ির এক সদস্য চেতনা ফিরে পেয়ে দেখেন ঘরের দরজা খোলা ও ট্যাংক ভাঙা।
এ সময় তিনি চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, তারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল।
তাড়াশ থানার পুলিশ পরির্দশক (ওসি) শহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। ঘটনাস্থল থেকে ফিরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ