সর্বশেষ সংবাদ :

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন বৃহস্পতিবার শুরু

সানশাইন ডেস্ক: এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে। আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। বুধবার বিভিন্ন শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশিত হয়।
শুধুমাত্র টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মোবাইল ফোনের গবংংধমব অপশনে গিয়ে জঝঈ লিখে দিয়ে জঅঔ লিখে দিয়ে রোল নম্বর লিখে আবার দিয়ে ঝঁনলবপঃ ঈড়ফব লিখে ঝগঝ করুন ১৬২২২ নম্বরে।
এক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি ঝগঝ- এ চওঘ ঘঁসনবৎ দেওয়া হবে। তারপর গবংংধমব অপশনে গিয়ে জঝঈ লিখে দিয়ে ণঊঝ লিখে দিয়ে চওঘ ঘঁসনবৎ দিয়ে যোগাযোগের মোবাইল নম্বর লিখে ঝগঝ করুন ১৬২২২ নম্বরে। যেমন- বাংলার জন্য ১০১ ১০২ অর্থাৎ বাংলা ও ইংরেজির জন্য ১০১ ১০২ ১০৭, ১০৮। একই ঝগঝ- এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ঝঁনলবপঃ ঈড়ফব পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ | সময়: ৭:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর