ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মিশাত বাঁচতে চায়

স্টাফ রিপোর্টার : ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মিশাত আবরাব বাঁচতে চায়। মাত্র ৩ বছর বয়স মিশাত আবরাব। সে শিশুটি বাঁচার আকুতি জানাচ্ছে। শিশু মিশাত আবরাব রাজশাহী মহাগরীর বখতিয়ারা বাদ (মলদাহ কলোনী) এলাকার মো: মোমিনুল ইসালম মোমিনের ছেলে।
জানা যায়, হতদরিদ্র সহায় সম্বলহীন পিতা ছোট একটি ঔষধ কোম্পানিতে চাকুরি করেন। তার এটি মাত্র ছেলে নাম মিশাত আবরার। গত একমাস ধরে দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে সঙ্গে লড়ায় করছে। প্রাপ্তন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, রাজশাহী মেডিকেল কলেজের প্রফেসর ডা: এ বি সিদ্দিকি চিকিৎসা ধীনে রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য ভারত যাওয়া পরামর্শ দিয়েছেন। কিন্ত উন্নত চিকিৎসার জন্য মিশাত আবরারকে ভারতে নিয়ে গেলে ব্যয় বহুল খরচ যা হতদরিদ্র সহায় সম্বলহীন পিতার পক্ষে না। হতাশায় দিন কাটাছে হতদরিদ্র পিতা। এ জন্য শিশু মিশাত আবরাব বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা।
সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন শিশু মিশাত আবরাব এর চাচা: ০১৭২৭৬৭২২০৭ (বিকাশ) ও সঞ্চয়ী হিসাব নং- ১৩৫১৫৮০০৬২৯৫০, মো: সুমন শেখ, ডাচ বাংলা ব্যাংক, অলোকার মোড়, রাজশাহী।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩ | সময়: ৭:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ