মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: অসহায় হত-দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল বিতরণ করেছেন রাজশাহী-৫ আসনের সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
মঙ্গলবার বিকেলে নিজ গ্রাম দুর্গাপুরের আড়ইলে কম্বল বিতরণের আয়োজন করা হলে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডা. মনসুর রহমান।
সাংসদ ডা. মনসুর রহমান বলেন, সাধারণ মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার স্বরুপ কম্বল পাঠিয়েছেন। কম্বলগুলো হত-দরিদ্র শীতার্ত মানুষের হাতে পৌছাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
এ সময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও পাঁচ শতাধিক শীতার্ত হত-দরিদ্র মানুষ উপস্থিত ছিলেন।