বাগমারা থেকে প্রতিদিন পঞ্চাশ ট্রাক পেঁয়াজ যাচ্ছে ঢাকায়

মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: বাগমারা থেকে মাছ পান তরিতরকারিসহ নানান পন্যের রপ্তানীর শীর্ষে এখনও রয়েছে পেঁয়াজ। এখানকার তাহেরপুরি পেঁয়াজ বাংলাদেশের বিখ্যাত। এই পেঁয়াজ বিদেশেও রপ্তানী হয়ে থাকে। বাগমারার হাটে হাটে এখন পেঁয়াজ আর পেঁয়াজ। এবার লক্ষমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
বাগমারায় পেঁয়াজের হাট বলে পরিচিতি রয়েছে শিকদারী ও তাহেরপুর হাটের। এই দুটি হাট থেকে প্রতিহাটে প্রায় পঞ্চাশ ট্রাক ভর্তি পেঁয়াজ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে রপ্তানী হয়ে থাকে। শিকদারী হাটের পেঁয়াজ বেপারী আব্দুল আলিম জানান, তিনি প্রতি শনি ও মঙ্গলবার শিদারী হাটে পেঁয়াজ কিনতে আসেন। প্রতি হাটে তিনি একাই আট থেকে দশ ট্রাক পেঁয়াজ ক্রয় করে থাকেন। এবারে পেঁয়াজের বাজার শুরু থেকেই মন্দা। বর্তমানে তারা প্রতিমণ পেঁয়াজ সাড়ে নয়শ টাকা থেকে হাজার টাকা দরে কিনছেন। একই হাটের আরেক পেঁয়াজের বেপারী মজনু মিয়া জানান, এবারের পেঁয়াজ রপ্তানী করে তেমন লাভ হচ্ছে না। প্রতি ট্রাক(৫০০ কেজি) পেঁয়াজ ঢাকা ও সিলেট নিয়ে গিয়ে ট্রাক প্রতি ২/৩ হাজার টাকা লাভ টিকানো মুস্কিল হয়ে পড়েছে। অনেক সময় লসও দিতে হচ্ছে।


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩ | সময়: ৫:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ