সর্বশেষ সংবাদ :

অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় হুমকি দিলেন রশিদ খান

স্পোর্টস ডেস্ক: মার্চে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানিস্তানে তালেবান সরকারের নেওয়া কয়েকটি সিদ্ধান্তের কারণে এই সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত, আফগানিস্তানে নারী ক্রিকেট বন্ধ করে দেওয়া, নারী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপারে তালেবান সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়টিকে মৌলিক নারী অধিকার লঙ্ঘন উল্লেখ করে এই সিরিজ বাতিল করে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি রশিদ খান। তিনি তাদের প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন। এ বিষয়ে রশিদ খান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া, বিগ ব্যাশ লিগ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ট্যাগ করে লিখেন, ‘ক্রিকেট, আমাদের দেশের একমাত্র আশা। রাজনীতি থেকে এটাকে দূরে রাখুন।’
এরপর এক বিবৃতিতে লিখেন, ‘মার্চে আমাদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ বাতিল হয়েছে শুনে খুবই হতাশ হয়েছি। আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য বিরাট গর্বের। এছাড়া ক্রিকেটের বিশ্বমঞ্চে আমরা যথেষ্ট উন্নতি করেছি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত আমাদের পেছনে টেনে ধরলো।’
তিনি আরও লিখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলাটা অস্ট্রেলিয়ার জন্য অস্বস্তিকর হয়, তাহলে আমি বিগ ব্যাশ লিগে খেলে তাদের কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। সুতরাং বিশ ব্যাশে খেলার বিষয়টিকে আমি সিরিয়াসলি ভেবে দেখবো।’
রশিদ খান বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে এই মৌসুমে ৮ ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকায় চলে যান এসএ২০ লিগ খেলতে। এবার আর তিনি বিগ ব্যাশে যাবেন না। তবে এ পর্যন্ত বিগ ব্যাশে ৯৮ ম্যাচ খেলে ৬.৪৪ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন ৯৮টি। তার সেরা বোলিং ফিগার ১৭ রানের বিনিময়ে ৬ উইকেট। এছাড়া ৪৯ ইনিংসে ব্যাটিং করে রান করেছেন ৪০৩টি। তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৪০।


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ