দ. আফ্রিকার পর ভারতকে হারিয়ে প্রস্তুতি সারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অন্য ব্যাটাররা তেমন কিছু করতে পারলেন না। দলকে একাই টানলেন স্বর্ণা আক্তার। ঝড়ো ফিফটিতে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে নিজেদের মেলে ধরলেন বোলাররা। আরেকটি জয়ের আনন্দে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ।
জোহানেসবার্গের সেন্ট স্টিথিয়ান্স কলেজ মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় ৩ রানে। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১২১ রান। চার নম্বরে নেমে ৪৮ বলে ৭ ছক্কা ও ২ চারে অপরাজিত ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দলের সহ-অধিনায়ক স্বর্ণা।
দুই অঙ্কে যেতে পারেন আর কেবল আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা। এই ওপেনার ১৯ বলে একটি করে চার-ছকায় করেন ১২ রান। জবাবে ভারত ২ উইকেট হারিয়ে যেতে পারে ১১৮ পর্যন্ত। তৃষা গঙ্গাদি ৩৬ বলে সর্বোচ্চ ৪৪ রান করে রান আউট হন। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ওপেনার শেফালি ভার্মা ৫০ বলে করেন অপরাজিত ৪৩ রান।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন দিপা খাতুন। ৪ ওভারে তিনি রান দেন ১৫। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা দুই ক্রিকেটার লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে ১৪ রান, পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৪ রান দেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা আরও একজন আছেন বিশ্বকাপের দলে- ওপেনার দিলারা আক্তার। তিনি এ দিন ১২ বলে করেন ৫ রান।
মূল টুর্নামেন্টের আগে দুটি প্রস্তুতি ম্যাচই জিতল বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাকওয়ার্থ লুইস স্টান পদ্ধতিতে ৭ রানে জিতেছিল দিশা বিশ্বাসের দল। সেদিন স্বাগতিকদের ৯৮ রানে আটকে দিয়ে বাংলাদেশ ৪ উইকেটে ৭২ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। ওই ম্যাচে ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মারুফা। দিশা ২৩ রানে ও দিপা ১৫ রানে নিয়েছিলেন ২টি করে উইকেট। স্বর্ণা সেদিনও সর্বোচ্চ ২০ রানে অপরাজিত ছিলেন ২১ বল খেলে।
দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই সাফল্যের অনুপ্রেরণায় একই দেশে এবার মেয়েদের বয়সভিত্তিক বিশ্বকাপে ভালো কিছু করার আশার কথা দেশ ছাড়ার আগে বলে গেছেন অধিনায়ক দিশা। দুটি প্রস্তুতি ম্যাচে জয়ের পর এবার মূল লড়াইয়ে নামার অপেক্ষা। আগামী শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৬ দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র।


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ