বাজাজ মোটরসাইকেলের মাইলেজ প্রতিযোগীতা অনূষ্ঠিত

সানশাইন ডেস্ক : উত্তরা মোটর্স লিমিটেড সমগ্রদেশব্যাপী বাজাজ মোটরসাইকেলের মাইলেজ চ্যালেঞ্জ এর কার্যক্রম শুরু করেছে। এই মাইলেজ চ্যালেঞ্জ এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতি লিটার অকটেন এ বাজাজ মোটরসাইকেলটি কত কিলোমিটার যায় এবং বাংলাদেশে চলাচলরত অন্যান্য মোটরসাইকেল থেকে বাজাজ ই যে বেশী মাইলেজ পায় এ সম্পর্কে একটি সুস্পষ্ট পরীক্ষা। তাছাড়া সড়কে নিরাপদ ভাবে বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স ও ট্রাফিক সতর্কতা মূলক চিহ্ন গুলো সম্পর্কে প্রশিক্ষন দেওয়া হয়। অধিক মাইলেজ পেতে মোটরসাইকেলকে কিভাবে রক্ষনাবেক্ষণ করতে হয় সে সম্পর্কেও একটি উপযুক্ত ধারনা প্রদান করা হয়। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের মাইলেজ চ্যালেঞ্জ সর্ব প্রথম উত্তরা মোটর্স ২০১১ সালে শুরু করে।
উল্লেখ্য যে দেশে ক্রমবর্ধমান জ্বালানী মূল্যবৃদ্ধির সময় বাজাজ মোটরসাইকেলের মত জ্বালানী সাশ্রয়ী মোটরসাইকেল ব্যবহারকারীদের নিকট ইতিমধ্যে অত্যন্ত সমাদৃত হয়েছে এবং প্রমাণিত হয়েছে যে, বাজাজ মোটরসাইকেলই মাইলেজ সেরা এবং আস্থার প্রতিক।
গত ৭ই জানুয়ারি বরগুনার আমতলির শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাজাজ প্লাটিনা ও ডিসকভার মোটরসাইকেল এর মাইলেজ চ্যালেঞ্জ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগীতায় রেজিষ্ট্রেশনকৃত ১৫০ জনের অধিক মোটরসাইকেল মালিকগন অংশ গ্রহন করেন। সাভারের মোঃ মহিন উদ্দিন তার ডিসকভার ১২৫ মোটরসাইকেলে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ৮৬.৬৬ কিলোমিটার মাইলেজ পান। অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল মোটরসাইকেল মালিকগনকে টি-শার্ট, ক্যাপ এবং র‌্যফেল- ড্র এর মাধ্যমে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।
পরবর্তী প্রতিযোগীতা আগামী ১৪ই জানুয়ারি সাতক্ষিরা সদরে রাইস মিল মোড়ে পলিটেকনিক সংলগ্ন এস্তেনা মাঠে অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ