শেখ হাসিনা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল চান নাজমুল হাসান

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের এই আসরে মোট ম্যাচ হবে ২৩টি। ২০১৪ সালের পর আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলো বাংলাদেশ। এককভাবে এই প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ পাওয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দারুণ খুশি। উচ্ছ্বসিত নাজমুল হাসান বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে আয়োজন করতে চান।
হাতে দুই বছর সময় থাকলেও কাজটা কঠিন। নাজমুল হাসান তাই নিজেও খুব বেশি আশা করছেন না। রোববার দেশে ফিরে তিনি গণমাধ্যমে বলেছেন, ‘আরেকটা ইচ্ছে আছে, যদিও সেটা হবে না। হবে না আমি জানি। তারপরেও আমি বলছি চেষ্টা করবো। স্টেডিয়াম যেটা আছে পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম। ওটার কাজ যদি শেষ করতে পারি… যেহেতু আমাদের সবকিছুই শেষ, এখন শুধু কনসালটেন্টের নাম ঘোষণার বাকি। এরপর তারা যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো হয়। ওটার মধ্যে যদি হয় তাহলে আমরা শুধু ফাইনালটা আয়োজন করতে পারলে খুব ভালো হয়। এই টার্গেটটা নিয়েই নামবো, না হলে বিকল্প তো আছেই।’
ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন হওয়ায় নারীদের সাম্ভাব্য সেরা প্রস্তুতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নাজমুল হাসান, ‘আমাদের মেয়েরা নিজেরা নিজেরাই ভালো করছে। আসলে আমরা তো তাদেরকে তেমন কিছু করতে পারিনি। একটা সময় তাদেরকে বাইরে থেকে কোচ দিয়েছিলাম। এশিয়া কাপে যেবার চ্যাম্পিয়ন হলো সেবার কিন্তু পুরো কোচিং স্টাফ ছিল। তবে এখন কোচিং স্টাফও নেই। আমাদের এখনই ফিজিও, কোচ, ট্রেনার যা যা লাগবে সব নিতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমি ওখান থেকে, বার্মিংহাম থেকেই ফোন করি। তৌহিদকে ফোন করি, সালমা ও কয়েকজন খেলোয়াড়ের সাথে কথা বলি, রুমানাও ছিল। আমি কয়েকজনকে ফোন করি যে কী কী লাগবে প্রস্তুত করো, আমি আসছি। আমাদের হাতে খুব বেশি সময় নেই। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। বিশ্বকাপে যে দলগুলো খেলে, কয়েকটা দল খুবই শক্তিশালী, চিন্তার বাইরে। উদাহরণ হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অবিশ্বাস্য। অন্য যারা আছে তারাও খুব ভালো লড়াই করছে। এদিকে ভারত-পাকিস্তান তো শক্তিশালী আছেই, ধারাবাহিক খেলার মধ্যেও আছে। আমাদের মেয়েদের পরিকল্পনা নিয়ে বসতে হবে। বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে আমাদের মেয়েরা যেন ভালো লড়াই করতে পারে। হার জিত নিয়ে আমি চিন্তিত না, যেন ভালো একটা ফাইট দিতে পারে সেটা আমাদের দেখতে হবে।’


প্রকাশিত: আগস্ট ১, ২০২২ | সময়: ৫:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ