গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ ইউপি সদস্য ও শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য ও স্বারাষ্ট্র মন্ত্রণালয়লের তালিকাভুক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম(৪০)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (৯জানুয়ারী) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ীস্থ তার বাড়ীর সামনে থেকে মাদক বিক্রির জহুরুল ইসলাম ও তার সহযোগী নাহিদ হক(২৫)কে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃত জহুরুল ইসলাম উপজেলার দিয়াড় মানিক গ্রামের আমজাদ আলীর ছেলে ও নাহিদ হক মাদারপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

 

ডিবি ওসি মোঃ আব্দুল হাই বলেন,জহুরুল ইসলাম তার বাড়ীর মেইন গেটের সামনে মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করার খবর পেয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুরল ইসলাম বলেন, আটককৃক জহুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় তার আরেক সহযোগী ও শীর্ষ মাদক ব্যবসায়ী ইব্রাহিম ও শামীমকে পলাতক আসামী করা হয়েছে। রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী বলেন,গোদাগাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শীর্ষ মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামকে আটক করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ | সময়: ১০:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine