সর্বশেষ সংবাদ :

উজবেকিস্তানকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জুনিয়র এএইচএফ কাপে দারুণ পথচলায় এবার উজবেকিস্তানের জালে গোল উৎসব করলেন আমিরুল-জয়রা। দাপুটে জয়ে জুনিয়র এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্ব বাংলাদেশ শেষ করল সেরা হয়ে।
ওমানের মাসকটে সোমবার উজবেকিস্তানকে ৬-১ গোলে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। দলের জয়ে হ্যাটট্রিক উপহার দেন আমিরুল ইসলাম; জোড়া গোল মোহাম্মদ জয়ের। অন্য গোলটি করেন মোহাম্মদ হাসান। হংকংকে ৪-০ ব্যবধানে হারিয়ে এই প্রতিযোগিতায় যাত্রা শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে সেরা হয়েছে দল। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ উজবেকিস্তান।
অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে চলমান এই প্রতিযোগিতায় আগামী বুধবার প্রথম সেমি-ফাইনালে খেলবে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে কেউ পায়নি জালের দেখা। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় উজবেকিস্তান। সপ্তদশ মিনিটে গোল হজমের পর জেগে ওঠে বাংলাদেশ। দুই মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার থেকে আমিরুল দুইবার লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
পরের দুই অর্ধে উজবেকিস্তান পাত্তাই পায়নি বাংলাদেশের কাছে। ৩২তম মিনিটে হাসানের ফিল্ড গোলে ব্যবধান বাড়ে। এরপর জয় দুইবার জালের দেখা পেলে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে বাংলাদেশের দিকে। ৫৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি উজবেকিস্তানের প্রথম হারের তেতো স্বাদ পাওয়া নিশ্চিত করে দেন আমিরুল।


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ