সর্বশেষ সংবাদ :

বিএইউইটি পূরকৌশল বিভাগের ১১তম ব্যাচের ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের ১১তম ব্যাচের ছাত্র ছাত্রীদের চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ( বিএমডিএ) প্রধান কার্যালয় সম্মেলনকক্ষে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে (৪)চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জনাব বেগম আখতার জাহান। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকপ্রকৌশল মোঃ আব্দুর রশীদ।

এসময় সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন মো শাহজাহান আলী সরকারী অধ্যাপক পুরোকৌশল বিভাগ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(BAUET), মোহাম্মদ তানভীর হাসান প্রভাষক সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(BAUET)।

 

 

বাংলাদেশ আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের ১১তম ব্যাচের ছাত্র ছাত্রীদের (৪)চার সপ্তাহব্যাপি ইন্টার্নশীপ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে ২০ জন ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিএমডিএর চেয়ারম্যান বেগম আখতার জাহান।

 

 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ, বিএমডিএ সচিব  মো শরিফ আহম্মেদ সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

সম্মাননা সনদ বিতরণ শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান এর হাতে এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ( BAUET ) এর প্রতিনিধি দল।

সানশাইন / শামি


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ | Daily Sunshine