নতুন পাঠ্যবইয়ের ছাপা ভালো হয়েছে: শিক্ষামন্ত্রী

সানশাইন ডেস্ক: নতুন বছরে শিক্ষার্থীদের হাতে দেওয়া বিনামূল্যের পাঠ্যপুস্তকের কাগজ ও ছাপার মান ভাল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য তত ভালো নয়। আমাদের দেশে সবাই মনে করে, বই যত বেশি সাদা হবে তত বেশি ভালো। কিন্তু তা নয়। আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজপ্রিন্ট নয়।” দীপু মনি আরও বলেন, “অতি মহামারী এবং বৈশ্বিক মন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাকি বই আগামী দুই সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়া হবে।” এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।


প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ